Mock Interview For Primary Teachers
Primary Mock Interview Questions
ইন্টারভিউ-এর আগে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে।
ইন্টারভিউ-বোর্ডের জন্য প্রার্থীর (Interviewee) নাম ধরে ডাকা হলে-
প্রার্থী (Interviewee): আসতে পারি স্যর/ম্যাডাম?
ইন্টারভিউয়ার (Interviewer) : আসুন ।
ইন্টারভিউয়ার (Interviewer) : বসুন।
প্রার্থী (Interviewee): ধন্যবাদ ।
ইন্টারভিউয়ার (Interviewer) (Q ): আপনার নাম ?
প্রার্থী (Ans.) আমার নাম ……… ।
(Q ): কোয়ালিফিকেশন ?
আমি বিএ/বিকম/বিএসসি বা এমএ/এমকম/এমএসসি পাশ করেছি , ডিএলএড/বিএড ট্রেনং আছে।
(Q ): আপনার বাড়ি কোথায়?
আমার বাড়ি —-
(Q ):আপনার জেলার/মহাকুমার/এলাকার বিখ্যাত বা দর্শনীয় স্থান/স্থানগুলি কি /কি কি ?
আমার জেলার/মহাকুমার/এলাকার বিখ্যাত বা দর্শনীয় স্থান/স্থানগুলি হল —– ।
(Q ): আপনার জেলার/মহাকুমার বিখ্যাত শিক্ষা সংস্কারক / লেখক / সাহিত্যিক এর সম্পর্কে দুচার কথা বলুন।
……..
(Q ): আপনি কেন প্রাইমারী শিক্ষক বা শিক্ষিকা হতে চান?
——
(Q ): আপনার তো কোয়ালিফিকেশান অনেক বেশি আপার প্রাইমারি/ এসএলএসটি IX-X, XI-XII / NET দিয়েছেন? চান্স পেলে কি চলে যাবেন?
…….
(Q ): বাড়ি থেকে দুরের স্কুলে পোষ্টিং হলে শিক্ষকতা করবেন তো?
——-
(Q ): ক্লাশে/শ্রেণিতে মারামারি করলে বা মারামারির নালিস করলে কি করবেন? শ্রেণি শৃঙ্খলার জন্য আপনার কি করণীয়?
———
(Q ): কোন একজন ছাত্র/ছাত্রী সবসময় অমনোযোগী এটা আপনি লক্ষ্য করলে কি করবেন?
———-
(Q ): কোন একজন ছাত্র/ছাত্রী সবসময় দেরী করে আসে, সেক্ষেত্রে আপনার কি করণীয়?
———-
(Q ): শ্রেণিতে কোন একজন ছাত্র/ছাত্রী হঠাৎ করে অসুস্থ হলে কি করবেন?
——–
(Q ): ক্লাশে/শ্রেণিতে কি কি শিখণ সামগ্রী ব্যবহার করবেন?
———–
(Q ): পরিবেশ থেকে শিক্ষা নিতে ছাত্র-ছাত্রীদের কিভাবে উৎসাহিত করবেন।
———–
(Q ): পরিবেশ দুষণের (বায়ু দুষণ, জল দুষণ, মৃত্তিকা দুষণ, শব্দ দুষণ)কয়েকটি কারণ ও প্রতিকার বলুন।
——-
(Q ):মিড ডে মিলের প্রয়োজনীয়তা কি?
———–
(Q ): কন্যাশ্রী, শিক্ষাশ্রী এই জাতীয় প্রকল্পগুলির প্রয়োজনীয়তা কি?
———
(Q ): আপনার অবসর সময় কেমন কাটান / আপনার হবি কি?
——-
(Q ): শিক্ষার সঙ্গে খেলাধুলা / গানবাজনার সম্পর্ক কেমন?
—-
(Q ): আপনিতো গ্রাজুয়েশন/মাস্টার ডিগ্রীতে — বিষয় নিয়ে পড়াশুনা করেছেন , ওই বিষয়ে দু-একটি এলিমেন্টারি প্রশ্ন জিজ্ঞেস করি?
—–
(Q ): বিশ্ব বিখ্যাত কয়েকজন ভারতীয় শিক্ষাবিদ বা শিক্ষামনোবিদ / ভারতের বাইরের শিক্ষাবিদ বা শিক্ষামনোবিদ এর নাম করুন।
——
(Q ): বিবেকানন্দ / রবীন্দ্রনাথ / মহাত্মা গান্ধী শিক্ষা সম্বন্ধে কি বলেছেন দু-এক কথায় বলুন।
………….
(Q): ৩০৩ থেকে ২৪৫ এর বিয়োগ কিভাবে শেখাবেন?
…………..
(Q): এক জন ছাত্রকে ২০২ কে ১০ দিয়ে ভাগ করতে বলায় ভাগফল ২ ও ভাগশেষ ২ লিখল। এই ভুল কিভাবে সংশোধন করবেন?
………….
(Q): ছাত্র-ছাত্রীদের হাতের লেখা সুন্দর করার জন্য কি করবেন?
……….
(Q) বছরে কতবার অভিভাবক-অভিভাবিকার সঙ্গে মিটিং করার প্রয়োজনীয়তা বোধ করেন?
……….
(Q) এক জন অন্যভাবে সক্ষম (মেন্টালি চ্যালেন্জড) ছাত্র/ছাত্রীকে কি অন্যান্য ছাত্র-ছাত্রীর সঙ্গেই বসাবেন / পাঠদান করাবেন?
……….
(Q): ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়া মুখস্ত করার প্রবনতাকে উৎসাহিত করবেন নাকি ছাত্র-ছাত্রী যাতে পাঠ্য বিষয় ভালোভাবে বোঝে সে বিষয়ে গুরত্ব দেবেন নাকি এই দুয়ের মধ্যে সমতা বজায় রাখবেন?
……….
(Q): ছাত্র-ছাত্রীদের মধ্যেবানান ভুলের প্রবনতা রোধ করবেন কি করে?
………..
(Q): আপনার এলাকার এমপি/এমএলএ/পৌরপ্রধান/পঞ্চায়েত প্রধান/কাউনসিলর –এর নাম বলুন এবং এরা কোন রাজনৈতিক দলের?
…………
ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
WBSSC SLST MATH MOCK TEST LINK
www.mocktest123.com/category/wbssc-slst-math